Exceller Books

যুক্তিবাদীর চোখে রাম ও রামায়ণ (Yuktibadir Chokhe Ram O Ramayan)

যুক্তিবাদীর চোখে রাম ও রামায়ণ (Yuktibadir Chokhe Ram O Ramayan)

BY Anirban Bandyopadhyay

Ebook Price:₹00/$00

E-Book Edition Available On:
Print Edition Also Available On:
  
Cover

Paper Back

E-book

Available

Languages

Bengali

Genre

Religion / Ancient

Description

এ পর্যন্ত প্রায় ৩০০টি রামায়ণের পৃথক ভার্সান সন্ধান পাওয়া গেছে। পৃথক ভার্সানে পৃথক কাহিনি। কাহিনির এই বিচিত্র পৃথকতার কারণে রাম ও রামায়ণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর কৌহূহল ও বিতর্কের জন্ম নিয়েছে। হাজারো প্রশ্ন রাম ও রামায়ণকে ঘিরে। যেমন – রাম কি কোনো ঐতিহাসিক চরিত্র, নাকি সম্পূর্ণ কাল্পনিক? রাম কি ভগবান, নাকি সাধারণ মানুষ? রামায়ণে যে বানর ও হনুমানের কথা জানতে পারি, তাঁদের কোনো অস্তিত্ব ছিল? রামায়ণের যুগে কি বিমানের ব্যবহার ছিল ইত্যাদি। এহেন অজস্র প্রশ্নমালার যথাযথ যুক্তি দিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়েছে রাম ও রামায়ণকে। শুধু রাম নয়, রামায়ণে উল্লিখিত প্রধান ও অপ্রধান চরিত্রগুলিকেও ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়েছে মূল সংস্কৃত ভাষায় বাল্মীকি বিরচিত রামায়ণের আধারে। যুক্তির আলোকে যাঁরা রামায়ণ, মহাভারত পাঠ করতে ভালোবাসেন, এই গ্রন্থটি তাঁদের নতুন চিন্তার খোরাক জোগাবে, এটুকু বলতে পারি। বলাই বাহুল্য, কারোর ভাবাবেগে আঘাত করা এ গ্রন্থের উদ্দেশ্য নয়।

ABOUT THE AUTHOR

অনির্বাণ বন্দ্যোপাধ্যায় ১৯৬৪ সালে উত্তর পরগনার বারাসাতে জন্মগ্রহণ করেন। বারাসাতে জন্মগ্রহণ করলেও শৈশবের প্রথম দিন থেকে গোটা যৌবন কেটেছে সীমান্ত-শহর বনগাঁয়। বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠিত প্রকাশনায় কর্মরত। ১৯৮৪ সাল থেকে লেখালেখি শুরু করলেও মাঝে টানা তিন দশক লেখালেখিতে ছেদ পড়েছিল। আবার নতুন করে পথ চলা শুরু হল চলতি শতকের গোড়ার দিকে। তারপর আর পিছন ফিরে তাকাননি। নিরলস লিখেই চলেছেন। স্বশিক্ষিত এই লেখক একজন বিজ্ঞান ও যুক্তিমনস্ক মানুষ। তাই তাঁর লেখায় সেই ছাপ সর্বত্র বিরাজমান। তিনি মূলত প্রবন্ধ লেখেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত প্রবন্ধের বইগুলো হল – লিঙ্গপুরাণ, গণিকা-দর্শন, নাস্তিকের ধর্মকথা, নহ নারী নহ পুরুষ, যুক্তিবাদের আলোয়, ভারতের ইসলাম ভারতীয় মুসলিম (প্রথম খণ্ড)।

Reviews

There are no reviews yet.

Be the first to review “যুক্তিবাদীর চোখে রাম ও রামায়ণ (Yuktibadir Chokhe Ram O Ramayan)”

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
RSS
LinkedIn
LinkedIn
Share
Instagram