Description
কবিতা জন্মায় আঘাটায়। জন্মায় গুল্মের মতো, নর্দমার জলে। জন্মলগ্নে শাঁখ বাজে না। হুলুধ্বনি ওঠে না, শুধু প্রেতিনীরা খিলখিল করে হেসে ওঠে। সমসময়ের মুখে দর্পণ ধরে রাখে সে। কবিতা হয়তো-বা অমৃত হয়ে উঠতে চাইবে। নান্দনিকতা চাইবে। আর, একটু একটু করে ইল্যুশন জড়ো হয়। প্রেম আসে। রাগ রাগিনীরা হাওয়ায় ভাসে। আজও জানা নেই কোন কেমিস্ট্রি থেকে কবিতা তৈরি হয়। সরল দোসার মতো জীবন আর একই সঙ্গে ঘন কুয়াশার দেখা হয় যখন, নাকি অতৃপ্তি, চরম অতৃপ্তিতে যখন মিশে যায়। রান্নাঘরময় ঘুরে বেড়ানো আলুচচ্চড়ির ঝাঁঝ, সেই তখন! সিনেমার মতো, চেতনায় একের পর এক স্লাইড নেমে আসে। সাদা। কালো। ধূসর। আমি, নিরুপায়, লিখি তাদের।
About Author
রাগরাগিণীর ঘরে জন্ম চৈতালী চট্টোপাধ্যায়ের। মা, শচীনকর্তার ভাগ্নি বিভাস কুমারী ত্রিপুরা রাজপরিবারের মেয়ে। বাবা, সৎ, কল্পনাপ্রবণ হরিপদ চট্টোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী। যাপনে ছিল, আজও আছে কবিতা আর তীব্র অনিশ্চয়তা । উত্তর কলকাতার সরু গলি, উঠোন, ময়ূরের কর্কশ মৃত্যুভয় দেখানো ডাক, গঙ্গাজলের কল, রোমান ক্যাথলিক স্কুলের চ্যাপেল ও অর্গানের সুর — সবই ওঁর কবিতার অনুষঙ্গ।
জন্ম, ৩ অগাস্ট, ১৯৬০, মধ্য কলকাতা। পদার্থবিদ্যায় স্নাতক। স্নাতকোত্তর, সাংবাদিকতা। কবি হলেও ছোটোদের জন্য গল্প, কবিতা লেখেন। তাছাড়াও, বড়োদের জন্য গল্প, গদ্য লিখে থাকেন। অনূদিত হয়েছেন বিভিন্ন ভাষায়। কেন্দ্রীয় ও রাষ্ট্রীয় সরকারের সম্মাননা পেয়েছেন কয়েকবার। বইয়ের সংখ্যা পঁচিশটিরও বেশি। কবিতা, গল্প ও প্রবন্ধবই প্রকাশ পেয়েছে নানা অভিজাত প্রকাশনা থেকে।
Reviews
There are no reviews yet.